Skip to main content
  1. Posts/

ডেভেলপার চিটশিট-ডেভসংকেত

131 words·1 min· loading · loading ·
dev-talk চিটশিট টুলস

আমরা যারা ডেভেলপমেন্ট শিখি বা ডেভেলপমেন্ট করে থাকি, অনেক ল্যাঙ্গুয়েজ বা টুলস শিখতে হয় বা এগুলো নিয়ে কাজ করত হয়, এবং প্রতিনিয়তই আমাদের নতুন কিছু শেখা পড়ে থাকে । এক্ষেত্রে আমাদের সব কিছু ব্রেইন এ সেভ রাখা সম্ভব হয়না , আর মূল কথা প্রয়োজন ও পড়েনা সব মনে রাখার । কিন্তু বিশেষ প্রয়োজনে যদি লাগে তখন কি আর প্রথম থেকে সব দেখবেন ? না , তখন ই কাজে আসবে চিটশীট । একবার নজর দিলেই চোখের সামনে ভাসবে সব । এখানেই চিটশীটের সার্থকতা ।

তো আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলা ভাষায় নির্মিত সব থেকে বড় চিটশীট ।

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাবঅর্গা নাইজেশন। আপনিও চাইলে তাদের গিটহাব অর্গানাইজেশন এ কন্ট্রিবিউশানের মাধ্যমে সম্মৃদ্ধ করতে পারেন চিটশীটের এই ভান্ডারকে।