আমরা যারা ডেভেলপমেন্ট শিখি বা ডেভেলপমেন্ট করে থাকি, অনেক ল্যাঙ্গুয়েজ বা টুলস শিখতে হয় বা এগুলো নিয়ে কাজ করত হয়, এবং প্রতিনিয়তই আমাদের নতুন কিছু শেখা পড়ে থাকে । এক্ষেত্রে আমাদের সব কিছু ব্রেইন এ সেভ রাখা সম্ভব হয়না , আর মূল কথা প্রয়োজন ও পড়েনা সব মনে রাখার । কিন্তু বিশেষ প্রয়োজনে যদি লাগে তখন কি আর প্রথম থেকে সব দেখবেন ? না , তখন ই কাজে আসবে চিটশীট । একবার নজর দিলেই চোখের সামনে ভাসবে সব । এখানেই চিটশীটের সার্থকতা ।
তো আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলা ভাষায় নির্মিত সব থেকে বড় চিটশীট ।
ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাবঅর্গা নাইজেশন। আপনিও চাইলে তাদের গিটহাব অর্গানাইজেশন এ কন্ট্রিবিউশানের মাধ্যমে সম্মৃদ্ধ করতে পারেন চিটশীটের এই ভান্ডারকে।