আমার অভিজ্ঞতা#
ভোগান্তির আরেক নাম nvidia। ইউনিক্স ব্যবহারকারীরা যাদের nvidia card আছে, প্রায়শই driver সম্পর্কিত ছোটখাটো ইস্যু তে পড়া হয়। যেমন আমি গেমপ্লে রেকর্ড করার জন্যে obs ইনস্টল করার পর দেখি রান হয়না। 😒
ডিবাগিং#
টার্মিনাল এ obs লিখে রান করে যদি এমন লগ দেখতে পান, তাহলে আপনি ও আমি একই সমস্যার ভুক্তভোগী। পেরা নিয়েন না, সমাধান আছে।
warning: Failed to load 'en-US' text for module: 'decklink-captions.so'
warning: Failed to load 'en-US' text for module: 'decklink-output-ui.so'
libDeckLinkAPI.so: cannot open shared object file: No such file or directory
warning: A DeckLink iterator could not be created. The DeckLink drivers may not be installed
warning: Failed to initialize module 'decklink.so'
সমাধান#
বিভিন্ন article পড়ে অনেক সমাধান ই পেলাম,তবে সবথেকে ঝামেলাহীন এবং আমার কাছে যেইটা ভালো মনে হয়েছে , তা হল libva-vdpau-driver টা রিমুভ করা ।
remove libva-vdpau-driver#
sudo pacman -R libva-vdpau-driver
এবার obs-studio প্যাকেজটি একবার আনইন্সটল করে আবার ইনস্টল করলেই দেখবেন সমাধান হয়ে গেছে ।
reinstall obs#
sudo pacman -R obs-studio
sudo pacman -S obs-studio
রান obs#
obs রান করুন। আশা করি obs-studio এখন ঠিকঠাক ভাবেই চলবে ।